Viva Exam Preparation | ভাইভা পরীক্ষার প্রস্তুতি

2016-12-13 4

Viva Exam Preparation | ভাইভা পরীক্ষার প্রস্তুতি


www.bailymotion.com/talent-bee
www.facebook.com/talentbeejobs/
www.twitter.com/talentbeeTV
www.plus.google.com/105724449871216703139
www.talentbee.tumblr.com/
www.minds.com/TalentBee

গাজীপুর জেলার কোন সন্তান যদি ভাইবা পরীক্ষা দিতে যান তবে গাজীপুর জেলা সম্পকে যা যেনে যাবেন......
১।বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, যিনি গাজীপুর এর কাপাসিয় উপজেলার, দরদরীয় গ্রামের সন্তান।
২।মুক্তিযুদ্ধ প্রথম শুরু হয় আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে,১৯ই মার্চ বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর নেতৃত্বে।
৩।গাজীপুরের সিটি কর্পোরেশন সর্ববৃহৎ সিটি কর্পোরেশন।
৪।মুসলমানদের বড় দ্বিতীয় জামায়েত ইজতেমা আমাদের গাজীপুরেই।
৫।বাংলাদেশের প্রথম এটর্ণী জেনারেল আমাদের গাজীপুরের।
৬।নৌ বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান ( সাবেক) তাও আমাদের গাজীপুরের।
৭।গাজীপুর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান, যেটি আয়তনের দিক থেকে সর্ববৃহৎ-তা গাজীপুরেই।
৮।এছাড়াও আছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক,যা আমাদের গাজীপুরেই।
৯।জনপ্রিয় লেখক নাট্যকার কথা সাহিত্যিক হুমায়ূন আহমদ এর নুহাস পল্লী আমাদের গাজীপুরেই অবস্থিত।
১০।তাছাড়া নাট্য অভিনেতা তৌকির আহমেদ এবং বিপাসা হায়াৎ এর নক্ষত্র বাড়ি যা বিলাস বহুল ডাকবাংলো। তাছাড়া অসংখ্য সুটিং স্পটতো আছেই।
১১।একমাত্র গাজীপুরেই আছে ৫টি সরকারি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিদেশীদের জন্য আছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, তাছাড়া আছে ওপেন ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়। তাছাড়া প্রাইভেট ভার্সিটিতো আছেই।
১২।যেই অস্ত্র দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি সেই অস্ত্রের কারখানা আমাদের গাজীপুর।
১৩।টাকায় কী না হয়! আর সেই টাকার কারখানা আমাদের গাজীপুর।
১৪।কৃষি আমাদের অর্থনৈতিক চাকা। জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের খাবারের ঘাটতি নেই কারন 'কৃষি গবেষণার ইন্সটিটিউট' এবং 'ধান গবেষণা ইন্সটিটিউট' বামপার ফলন গবেষণায় নিয়োজিত যা আমাদের গাজীপুরে অবস্থিত।
১৫।বাংলাদেশের তুলা গবেষণা ইন্সটিটিউট গাজীপুরেই।
১৬।আনছার একাডেমি তাও গাজীপুরে অবস্থিত।
১৭।কাঁঠাল আমাদের জাতীয় ফল সেই কাঁঠাল এর সমাহার আমাদের গাজীপুর।
১৮।পোশাকশিল্প আমাদের অহংকার। বাংলাদেশের বেশির ভাগ পোশাক কারখানা আমাদের গাজীপুরে অবস্থিত।
১৯।বাংলাদেশে একমাত্র কিশোর উন্নয়ন কেন্দ্র এবং বৃদ্ধাশ্রম গাজীপুরেই।
২০।গাজীপুরেই কাশিমপুর কারাগার অবস্থিত।
২১।গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী যেটি এখন জেলা প্রশাসকের কার্যালয়।
২২। অসংখ্য নদীর সমাহারে মোখরিত আমাদের গাজীপুর, যা আমাদের গাজীপুর কে পর্যটন নগরী হিসেবে ভূষিত করেছে। উল্লেখযোগ্য নদীগুলো- ব্রক্ষ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ।
২৩। সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরষ্কার-২০০৯ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য শ্রেষ্ঠ পুরষ্কার বজলুর রহমান স্মৃতিপদক'১৬ প্রাপ্ত কবি ইজাজ আহমেদের মিলনের মতো মেধা আমাদের গাজীপুরের।
২৪। গাজীপুর জেলা নিরক্ষর মুক্ত, সাক্ষরতা হার ১০০% গাজীপুর সুস্বাদু খাবারের জন্য বিক্ষত।
২৫।এশিয়া মহাদেশের ২য় সেরা স্কুল আমাদের গাজীপুরের শ্রীপুরেই।
২৬.রাজাবাড়ির রসমালাই, সুরমার ঘি, মুরগ পুলাও। শ্রীপুরের কাবাব, কাপাসিয়ার চমচম। টোকের নিরিবিলিতে ৭০ প্রকার ভর্তা ও ৪০ প্রকারের তরকারি পাওয়া যায়, মালাই, এবং ২০-২৫ পদ দিয়ে পান যা মাত্র ৫ টাকা। ঐতিহ্যবাহী সিংগুয়া বাজারের এর সিংগারা যা খেতে খুব সুস্বাদু এবং সস্তা এই যুগেও ১.৫০ টাকা পার পিছ। এছাড়াও তেতুল চা তো আছে প্রতিদিন দুরদুরান্ত থেকে বহু মানুষ সিংগারা খেতে আসে!! কি নাই আমাদের গাজীপুরে !
২৬। তালেবাবাদ ভু-উপগ্রহ কেন্দ্র।
২৭। এশিয়ার সর্ব বৃহৎ তথ্য ও প্রযুক্তি পার্ক ( হাইটেক পার্ক) আমাদের গাজীপুরে।
২৮। উপমহাদেশের অন্যতম বিজ্ঞানী আমাদের গর্ব ড. মেঘনাথ সাহা।
২৯।'ভাইল ফার্মিয়ন' কণার অস্তিত্ব আবিষ্কার করেছেন আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ড.জাহিদ হাসান তাপস।যিনি এখন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক।
৩০। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের (রজনী) বাড়ীও গাজীপুর।
৩১। বাশিয়ার রাষ্ট্র দুদ ছিলেনগাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গার ভান গ্রামের মরহুম শামসুল হক।

Free Traffic Exchange